ন্যাশনাল ডেস্ক:
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।
এর আগে সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। উভয়পক্ষই ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। এতে এসএ টিভির ক্যামেরাম্যান কবির হোসেন, দীপ্ত টিভির রিপোর্টার সুমিতসহ উভয়পক্ষের শতাধিক আহত হন।
এর মধ্যে চলমান সংঘর্ষের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দোকান কর্মচারিরা।
সোমবার রাতে দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। রাত ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ তিন ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এদিকে সংঘর্ষের দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে এসেছে বাড়তি পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের দুই শতাধিক সদস্য উপস্থিত দেখা যায়।