বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

কালাইয়ে অপহরণের দশ দিন পর স্কুলছাত্রী দুইবোন উদ্ধার, গ্রেফতার ২

মুনসুর রহমান, কালাই, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাইয়ে সহোদর দুই বোনকে অপহরণের দশ দিনের মাথায় উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। ঘটনার ১০দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় অপহরণকারীরা তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সাদুরিয়া এলাকা থেকে অপহৃত দুই বোনকে উদ্ধার এবং অপহরণকারী দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ও অপহরণকারীরা হলো উপজেলার ভেরেন্ডি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (২২) এবং পারবর্তীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজু (২৫)।
মামলা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মাত্রাই সোনারপাড়ার রেজাউল সরকারের দুই মেয়ে জান্নাতুল ফেরদৌসি (১৬) এবং রোজিনা আক্তার (১৪) মাত্রাই উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে। গত ৯ এপ্রিল সকালে তারা দুই বোন এক সাথে বিদ্যালয়ে যাওয়ার পথে বিয়ালা-মাত্রাই সড়কের ছ’মিল এলাকা থেকে তাদেরকে অপরহণ করে নিয়ে যায় অপরহণকারীরা। লোকলজ্জা আর সামাজিকতার কারনে রেজাউল সরকার নিজেই বিভিন্নভাবে তাদের উদ্ধারের চেষ্টাও করেন। অবশেষে গত ১৫এপ্রিল রেজাউল সরকার বাদী হয়ে এলাকার ৬জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন,৷ এরপর পুলিশ তাদেরকেেউদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপহরণকারী দুইজনকে গ্রেফতার এবং অপহৃত দুই বোনকে উদ্ধারের বিষয় নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন বলেন, ঘটনার পরপরই যদি পুলিশকে অবগত করা হতো, তাহলে আরও আগেই তাদেরকে উদ্ধার এবং সকল আসামীদের গ্রেফতার করা সহজ হতো। তারপরও দুইজন আসামীকে গ্রেফতার এবং দুই বোনকে উদ্ধার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *