সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নিউমার্কেট এলাকায় আবারো উত্তেজনা

অনলাইন ডেস্ক:

নিউ মার্কেট এলাকার নূরজাহান সুপার মার্কেটে দোকান খোলাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। বিকাল ৫টার দিকে মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ কারণে মিরপুর রোডে আবার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

বুধবার বিকেল ৪টার দিকে দলে দলে ঢাকা কলেজের সামনে কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হন। তারা ’অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় দলে দলে আরও বেশি শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে জড়ো হতে শুরু করেছেন। তাদের দাবি- কলেজ বন্ধ রেখে মার্কেট খোলা রাখা যাবে না এবং মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করতে হবে।

এদিকে নিউমার্কেটের সামনে ওভার ব্রিজের নিচে ব্যবসায়ী এবং কর্মচারীরাও জড়ো হতে শুরু করেছেন।

এর আগে বুধবার সকাল থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বিকেল সাড়ে ৪টা থেকে পরিস্থিতি ফের গরম হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Check Also

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

অনলাইন ডেস্ক: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *