অনলাইন ডেস্ক:
কলাবাগান এলাকায় মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় আটক মা-ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত ১২ টার কিছু আগে তাদের ছেড়ে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, তারা তাদের ভুল বুঝতে পেরে থানায় মুচলেকা দিয়েছেন, মা এবং ছেলেকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, কলাবাগান এলাকার একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে অন্যদের সঙ্গে আন্দোলন করে আসছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। রোববার সকালে ওই মাঠে ইট-সুরকি ফেলা হলে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। এক পর্যায়ে সকাল ১১টার দিকে তাকে আটক করে পুলিশ। পরে তার কলেজপড়ুয়া ছেলেকেও ধরে নেয়া হয়।