অনলাইন ডেস্ক:
আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে সাত ম্যাচে তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আসরে এখন পর্যন্ত ৮১.৮৩ গড়ে সর্বোচ্চ ৪৯১ রান তার নামের পাশে।
জস বাটলার মানে আগে থেকেই ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী। কিন্তু পাকিস্তানের হেড কোচ মুশতাক আহমেদের এক পরামর্শ আরও তীক্ষ্ণ করে তুলেছে তাকে। পাকিস্তান অধিনায়ক তাকে দুর্বল দিক খুঁজে পেতে সহায়তা করেছেন।
ভারতের স্পিন সহায়ক উইকেটে ইংলিশ ব্যাটার জস বাটলারকে সেটাই খুরধার করে তুলেছে। তিনি বলেন, ‘মুশতাক আহমেদ আমাকে সবসময় বলতেন, আগে অফ সাইটে মারার চেষ্টা করো। এরপর লেগ সাইটে খেলো। তুমি সবসময় লেগে মারার চেষ্টা করলে কখনই অফে খেলতে পারবে না।’
সেটাই তাকে বদলে দিয়েছে বলে মনে করেন ৩১ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার। চলতি আসরে আর একটি সেঞ্চুরি করতে পারলে এক মৌসুমে বিরাট কোহলির সমান চারটি সেঞ্চুরির মালিক হবেন তিনি। দুটো সেঞ্চুরি করলে এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড করবেন। বাটলার ওই পথেই আছেন।