অনলাইন ডেস্ক:
চলতি বছর হজের ফ্লাইট আগামী ৩১শে মে শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব। এছাড়া হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। আজ দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম।