রঙের উৎসব শেষেই সুখবর নিয়ে হাজির অভিনেত্রী সোনম কাপুর। অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সোমবার সকাল সকাল নেট মাধ্যমে ভক্তদের সাথে সুখবরটি ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন, চলতি বছরেই তার ও আনন্দ আহুজার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
বেবি বাম্পের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনম। স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। দুজনের মুখেই উজ্জ্বল হাসি।
ছবির ক্যাপশনে সোনম লিখেছেন, ‘এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভালো মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সাথে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।’
ক্যাপশনের সাথে সোনম জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবর মাস নাগাদ প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে আনন্দ আহুজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনম। এরপরই লন্ডনে পাড়ি দেন অভিনেত্রী। এখনো লন্ডনের নটিং হিলের বাড়িতেই রয়েছেন তিনি।