সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার- নওগাঁ দক্ষিণ পাড়া ‘মানবতার কল্যাণে আমরা ‘ সংগঠনের উদ্যোগে পার- নওগাঁ উচ্চবিদ্যালয়ে শতাধিক দরিদ্র, মেহনতী ও শ্রমিকের মাঝে রবিবার ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবক মোঃ মেহেদী হাসান এর পরিচালনায় ও মোঃ শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, সাংবাদিক ও নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোনায়েম হোসাইন, নওগাঁ ডিজিটাল আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোস্তাক আহমেদ, জাকির হোসেন, লাবিব প্রমূখ।

বক্তারা বলেন ঈদ সামগ্রী বিতরণ দরিদ্র মানুষের প্রতি আমাদের দয়া নয় বরং কর্তব্য। সমাজের অবহেলিত মানবতার কল্যাণের জন্য আল্লাহ তায়ালা আমাদের বাছাই করেছেন। কাজেই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি যাতে করে আল্লাহ তায়ালা আমাদের প্রতি সন্তুষ্ট হন।আগামী দিনে মানবতার কল্যাণে এগিয়ে আসতে এবং বেশি বেশি সমাজ কল্যান মূলক কাজ করার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *