অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরো দু’জন আহত হয়।
সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন উপজেলার হাতিয়া গ্রামের মো. রবিউলের ছেলে মো. আরিফ মিয়া (১৫), আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই মো. মোস্তফা কামাল ( ২১) ও একই ইউনিয়নের দশকিয়া পূর্বপাড়া গ্রামের মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. ফয়সাল উদ্দিন ( ১৬)।
আহতরা হলেন মো. রাকিব মিয়া ও মো. জাহিদ হোসেন।
দশকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মালেক ভূঁইয়া জানান, তিন কিশোর ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল। এই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় আহত চারজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান।
তিনি জানান, আহত অপর দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।