সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

স্বামীর সঙ্গে ঈদের ছবি দিলেন মালালা

অনলাইন ডেস্ক:

ঈদের দিনে সকলেই খুশির মেজাজে। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও অনুগামীদের জন্য পাঠালেন উৎসবের শুভেচ্ছা। নেটমাধ্যমে ভাগ করে নিলেন নতুন ছবিও।

 

ঈদের সেই ছবিতে মালালাকে দেখা গেল একেবারে অন্য রকম সাজে। স্বামী আসের মালিকের সঙ্গে উৎসবের মেজাজে ছবি তুলেছেন তিনি। দম্পতির মুখে হালকা হাসি।

২০২১ সালের ৯ নভেম্বর বিয়ে করেন মালালা। বিয়ের সময়ে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি দেখা গিয়েছিল। তবে সাধারণত তিনি নেটমাধ্যমে নিজের কাজের ছবিই ভাগ করে নেন অনুগামীদের সঙ্গে। সমাজ সম্পর্কে কোনও বার্তা দেওয়ার থাকলে, তা-ই দেখা যায় মালালার নেটমাধ্যমের পাতায়।

 

বিয়ের পর প্রথম ইদ। এই দিনটি আলাদা ভাবেই উদ্‌যাপন করলেন তিনি। শিফনের হলুদ সালোয়ার-কামিজে দেখা দিলেন নোবেলজয়ী। পাশে নীল পাঠান স্যুটে হাসিমুখে দাঁড়িয়ে আসের। এখন ইংল্যান্ডে থাকেন দম্পতি। সেখানেই সবুজ বাগানের মাঝে তাঁদের ইদের সাজ আরও উজ্জ্বল হয়ে উঠল।

 

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *