সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইউক্রেনীয়দের ভয়ংকর ড্রোন চালানো শেখাচ্ছে যুক্তরাষ্ট্র

রুশ বাহিনীকে পরাস্ত করতে ট্যাংকবিধ্বংসী সুইচব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মঘাতী এই ড্রোনটি ‘কামিকাজে ড্রোন’ নামে পরিচিত।

এ মুহূর্তে যেসব ইউক্রেনীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরই শেখানো হচ্ছে কীভাবে চালাতে হয় ভয়ঙ্কর এ ড্রোন। মার্কিন একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি এমনটি বিধ্বংসী অস্ত্র, যা একটি ব্যাকপ্যাকে ফিট করা যায়। অপারেটর থেকে কয়েক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং সেটিকে অগ্রসর হতে থামিতে দিতে পারে। এ ড্রোনের সামনের অংশে ট্যাংকবিধ্বংসী এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, প্রশিক্ষিত ইউক্রেনীয়রা পেশাদার সামরিক শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা শিগগিরই ইউক্রেনে ফিরে যাওয়ার আগে অন্যান্য সিস্টেমে আরও প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সুইচব্লেড ড্রোন ইউক্রেনের সেনাবাহিনীতে নতুন। হোয়াইট হাউস গত ১৬ মার্চ জানিয়েছে যে তারা ইউক্রেনকে ১০০টি সুইচব্লেড ড্রোন সরবরাহ করবে।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *