সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে স্কুলের প্রধান শিক্ষকসহ ৩ জনকে কুপিয়ে জখম

ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুলের জমি চাষ করতে গিয়ে প্রধান শিক্ষকসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটির পর বিদ্যালয় খোলার দ্বিতীয় দিন সকাল ১১টায় জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের রেকর্ডিও জমিতে হালচাষ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু মোনাজ্জল, শফিকুল, রিপন ও সারোয়ারসহ কতিপয় দুর্বৃত্তরা মসজিদে মাইকিং করে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে গুরুতর আহত করে এবং সহকারী শিক্ষক মেহেদুল ইসলাম ও তার ভাই আফতাব হোসেনের পা ভেঙ্গে দিয়ে গুরুতর জখম করে।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আলতাব হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে রোগী পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ শেষে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *