মোঃ আব্দুস সালাম, বগুড়া সদর:
বগুড়া সদর উপজেলার ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও ইউপি সদস্যদের নিয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার গ্রাম্য আদালত পরিচালনা করেন- ইউপি চেয়ারম্যান। ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম্য আদালতের বিচার।
সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রাম্য আদালতে বাদী-বিবাদী , সাক্ষী, ইউপি সদস্য সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম্য আদালত পরিচালিত হয়। বিচারকের দ্বায়িত্ব পালন করেন ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ।
গ্রাম্য আদালতের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে বিচারক কার্যক্রম পরিচালনা করায় ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এবিষয়ে চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি, এজন্য জনগণের যেকোন সেবা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি। তিনি ইউনিয়নের সকল নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করেছেন।