সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রাশিয়ার হাতে আরও ৭৭১ সেনার আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মারিউপোলের আজভস্টালে ১৬ মে থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ সেনা অস্ত্র ফেলে দিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি তথ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় আজভ জাতীয়বাদীর আরও ৭৭১ জন মিলিশিয়া মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে আত্মসমর্পণ করেছে। সব মিলিয়ে আত্মসমর্পণ করেছে ১ হাজার ৭৩০ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এদের মধ্যে ৮০ জন সেনা আহত অবস্থায় আত্মসমর্পণ করেছে। যাদের চিকিৎসার প্রয়োজন ছিল। তাদের নোভোয়াজাভোস্ক ও স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার হাতে যেসব সেনা আত্মসমর্পণ করেছে তাদের ভাগ্যে কি হবে সেটি এখনো নিশ্চিত নয়।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে আজভস্টালের সেনাদের যুদ্ধ বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।

তবে রাশিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের যুদ্ধবন্দি হিসেবে ধরবে না রাশিয়া। তার বদলে কথিত নাৎসীবাদী আজভ রেজিমেন্টের সেনাদের যুদ্ধাপরাধের দায়ে

বিচার করবে।

রাশিয়ার নিম্ন কক্ষের আইনপ্রণেতা ও স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন দাবি করে বলেছেন, আজভ রেজিমেন্টের সেনারা অপরাধী। তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *