সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সব নারী ক্রু নিয়ে সৌদি এরাবিয়ার প্রথম যাত্রা

অনলাইন ডেস্ক:

নারীর ক্ষমতায়নের একটি মাইলফলক স্থাপন করলো সৌদি আরব। প্রথমবারের মত সব নারী ক্রু নিয়ে যাত্রা করলো সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

ফ্লাইটটি পরিচালনা করে স্বল্প বাজেটের ফ্লাইডিল এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়। ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি এ কথা জানান।

তিনি আরো জানান, আটজন ক্রু’র মধ্যে ফাস্ট অফিসারসহ সাতজনই সৌদি আরবের ছিলেন। তবে ক্যাপটেইন ছিলেন ভিনদেশী।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ফ্লাইডিলের এই ঘোষণা নিশ্চিত করেছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের সম্প্রসারিত ভূমিকার কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রথম কোনো নারী কো-পাইলটের সাথে ফ্লাইট ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সৌদি কর্মকর্তারা এভিয়েশন সেক্টরের দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন, যাতে দেশটি একটি বৈশ্বিক ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *