শিরিনের মেয়ে ইমান জয়নাব মাজারি টুইট করে তাঁর মাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্যমতে, দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁর মাকে গ্রেপ্তার করেছেন।
ইমান লেখেন, পুলিশের পুরুষ কর্মকর্তারা তাঁর মাকে মারধর করেছেন। তাঁরা তাঁর মাকে তুলে নিয়ে গেছেন। তাঁকে শুধু বলা হয়েছে, লাহোরের দুর্নীতি দমন শাখা তাঁর মাকে নিয়ে গেছে।
দুর্নীতি দমন সংস্থার (এসিই) কর্মকর্তারা ডনকে নিশ্চিত করেছে যে শিরিনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর বিশেষ সহকারীর দায়িত্ব পালনকারী শাহবাজ গিল পিটিআইয়ের নেতা-কর্মীদের ইসলামাবাদের কোহসার থানায় যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই থানায় শিরিন আছেন বলে মনে করা হচ্ছে।
পিটিআইয়ের নেতারা বলেন, রাজনৈতিক কারণে শিরিনকে গ্রেপ্তার করা হয়েছে। শিরিন গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের সময় দেশটির সেনাবাহিনী ‘নিরপেক্ষ’ ছিল।
৬৯ বছর বয়সী ইমরানকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় বলে দাবি পিটিআইয়ের। এই ষড়যন্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে বলে পিটিআইয়ের ভাষ্য।
তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। ইমরানের সরকারকে রক্ষার জন্য কিছু না করায় পিটিআইয়ের নেতা-কর্মীরা দেশটির সেনাবাহিনীর সমালোচনা করে আসছেন।