বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার শ্রীদাসগাঁতী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আবুল হাশেম (৩১), রাজশাহীর গোদাগাড়ী থানার বুজরুকপাড়ার ইউনুস আলীর ছেলে বাণী ইসরাইল ( ৩২) ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭)

২১ মে  সন্ধ্যা সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ভদ্রঘাট হইতে হাটপাঙ্গাসীগামী রাস্তার ডাঙ্গারপাড়া গ্রামস্থ  ইসলামাবাদ স্যাইদিয়া দারুল উলুম ঈদগাঁহ মাঠের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২.৯৫০ (দুই দশমিক নয়শত পঞ্চাশ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট  মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ  মোঃ হাশেম আলী(৩১), পিতা-মৃত আবুল কাশেম আলী, সাং-শ্রীদাসগাঁতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

২১ মে বিকাল সোয়া ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর আরেকটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২, সিরাজগঞ্জের মেইন গেইটের সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট  মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং নগদ  নগদ-১৪০০/-(এক হাজার চারশত ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রমজান আলী(২৭), পিতা-মোঃ জামাল হোসেন, ২। মোঃ বাণী ইসরাইল(৩২), পিতা-মোঃ ইউনুস আলী, উভয় সাং-বুজরুকপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *