সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কিচক একাদশ চ্যাম্পিয়ন


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে কিচক একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেউলী ইউনিয়ন পরিষদ একাদশ বনাম কিচক ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে কিচক একাদশ ২-০ গোলে দেউলী একাদশকে পরাজিত করে। খেলা শেষে রানার্স আপ ও চাম্পিয়নদের মাঝে গোলকার্প ট্রফি বিতরণ করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বিজয়ী দলের অধিনায়ক ও কিচক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরীর হাতে চাম্পিয়ন ট্রফি প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংস্থার সভাপিত ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজারহার আলী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, ওসি দীপক কুমার দাস, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল খেলা পরিচালনা করেন ফজলে রাব্বী, ধারা ভাষ্যকার ছিলেন মুসা মিয়া প্রমুখ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *