নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালু থানা হতে প্রতারনার অভিযোগে ১ টি নকল স্বর্ণের মূর্তিসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার পানাই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার (৫৫) এবং বগুড়ার কাহালু থানার সাবানপুর গ্রামের আনিসারের স্ত্রী ফরিদা পারভীন (৩৫)।
র্যাব জানায়, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার কাহালু থানাধীন ৯নং মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামে ২ জন প্রতারক নকল সোনার মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ মে রাত ৯.৩০টায় মোছাঃ ফরিদা পারভীনের (৩৫) বসতবাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে কালোবাজারি মোঃ আব্দুল জব্বার ও মোছাঃ ফরিদা পারভীন কে ১ টি নকল স্বার্ণের মূর্তি ও মোবাইলসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেই ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে ।