অনলাইন ডেস্ক:
দিনের শুরুতে কাসুন রাজিথাকে ফিরিয়ে শুভ সূচনা করেন ইবাদত হোসেন। এরপর সেট ব্যাটার দিমুথ করুনারত্নের উইকেট নিয়ে টিম টাইগার্সে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। তবে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তুলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে শ্রীলঙ্কা পেরিয়েছে ২০০ রানের গণ্ডি।
৭০ ওভার শেষে ৪ উইকেটে ২১০ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা।
ম্যাথিউস ৭৬ বলে ২৫ এবং ধনঞ্জয়া ৪০ বলে ৩০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
করুনারত্নেকে বোল্ড করে স্বস্তি ফেরালেন সাকিব
ক্রিজে থিতু হয়ে পড়েছিলেন দিমুথ করুনারত্নে। ওপেনিংয়ে নেমে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ভয়ঙ্কর হয়ে ওঠা এই ব্যাটারকে বোল্ড করে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান।
সাজঘরে ফেরার আগে ১৫৫ বলে ৮০ রান করেন করুনারত্নে।
৫৬.৬ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৭০ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৯৫ রানে পিছিয়ে সফরকারীরা।
শুরুতেই ইবাদতের আঘাত
দ্বিতীয় দিনের শেষাংশে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। তৃতীয় দিনের শুরুতেই আঘাত হেনে উইকেট নেয়ার আবহ ধরে রাখলেন ইবাদত হোসেন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড করলেন কাসুন রাজিথাকে।