সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই মিলনমেলায় সারাদেশ থেকে রেডিও তেহরানের শ্রোতা ও শ্রোতা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান দূতাবাসের হেড অব মিশন, কমার্শিয়াল কাউন্সেলর এবং রেডিও তেহরানের সাংবাদিক, সংবাদদাতা, সাবেক কর্মী এবং শুভাকাংক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক মুজতবা ইব্রাহিমির শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনান রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং প্রিয়জন ও রংধনু আসরের প্রযোজক আশরাফুর রহমান। এরপর নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বেতার ব্যক্তিত্ব আকবর হায়দার কিরণের বাণীবদ্ধ বক্তব্য শোনানো হয়।

উপস্থিত শ্রোতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শ্রোতা, ব্যাংকার ও কলাম লেখক মোহাম্মাদ জিল্লুর রহমান, গোপালগঞ্জের শ্রোতা ফয়সাল আহমেদ সিপন, ঢাকা সেনানিবাসের শ্রোতা রওশন আরা লাবনী, কুষ্টিয়ার শ্রোতা সংগঠক মোখলেছুর রহমান, বগুড়া থেকে মোঃ আব্দুল ওয়াদুদ রংপুরের শ্রোতা আশরাফুল আশেক, চুয়াডাঙ্গার শ্রোতা, ডিএক্সার ও সংগঠক মোহাম্মাদ আব্দুল্লাহ, ফরিদপুরের ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের আলো আহমেদ, সিনিয়র শ্রোতা শামীম উদ্দিন শ্যামল, কিশোরগঞ্জের ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের কর্মকর্তা শরিফা আক্তার পান্না, কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, খুলনার শ্রোতা এবং এক সময়ের সফল সংগঠক মুনির আহমেদ, টাংগাইলের শ্রোতা এবং সংগঠক মোবারক হোসেন ফনি, গাজীপুরের শ্রোতা এবং সংগঠক মাসুম বিল্লা মাজেদ, নাটোরের শ্রোতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, গাজীপুরের ফিরোজ আলম, নারায়ণগঞ্জের সিনিয়র শ্রোতা এইচ.এম. তারেক, যশোরের শ্রোতা ওবায়েদ হুসাইন আল-সামী, আমেরিকান রেডক্রসে ফাইন্যান্স মনিটরিং এন্ড এডমিন অফিসার ফখরুল ইসলাম আবির, মেহরাজ হাবিব, রায়হান মোর্শেদ, মোঃ গোলাম মোর্তাজা চৌধুরী প্রমূখ।

বক্তব্য রাখেন ইরান গবেষক, কবি, লেখক ও ব্যাংক কর্মকর্তা আমিন আল আসাদ, ঢাকা মেরীনার ইয়াংস ক্লাবের সাবেক ট্রেজারার এস.এম. নাসিম রেজা মিজান, ইরান গবেষক ও শিক্ষাবিদ আশরাফ উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত এনআরবি এসোসিয়েশন, ইউএসএ’র চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মুহাম্মাদ আশরাফুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক মোঃ সিরাজুল ইসলাম। রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে এফএম ব্যান্ডের মাধ্যমে প্রচার করার জোর চেষ্টা চলছে বলে শ্রোতাদের একটি আনন্দ বার্তা শোনান আশরাফুর রহমান।

ইরানের কূটনীতিকের বক্তব্য বাংলায় অনুবাদ করেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও সাবেক পরিচালক মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম।

সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর সভাপতি এবং সফল সংগঠক জাকারিয়া চৌধুরী যুবরাজ তিনি তার বক্তব্যে দেশের সকল বিভাগীয় শহর, জেলাশহর, উপজেলা এবং মফস্বল শহর থেকে এসে অনুষ্ঠানকে সফল ও উপভোগ্য করার জন্য তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের বিভিন্ন অংশ সঞ্চালনা করেন আইআরআইবি ফ্যান ক্লাবের সেক্রেটারি ও রেডিও তেহরানের মনিটর আবু তাহের, রেডিও তেহরানের সিনিয়র শ্রোতা জামাল আহমেদ সুবর্ণ এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও রেডিও তেহরানের সাবেক কর্মী মোহাম্মাদ সাঈদুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *