সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ভালোবাসায় সিক্ত বিদায় বেলায় ঠাকুরগাঁওয়ের গরীবের ডাক্তার

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে:

ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহজাহান নেওয়াজকে দীর্ঘ কর্মময় জীবনের শেষ দিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব।

শনিবার (৪ জুন) ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)’র সাবেক সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সাংবাদিক ফিরোজ আমিন সরকার রাসেল, পার্থ সারথি দাস, নাজমুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই চিকিৎসক শেষ কর্মদিবসেও প্রতিদিনের ন্যায় হাসপাতালে দায়িত্ব পালন করেছেন, রোগীর খোঁজ-খবর নিয়েছেন। তার দীর্ঘময় কর্মজীবন শেষে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ক্যান্টিনে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে আনুষ্ঠানিক ভাবে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জানান। এতে উপস্থিত ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: জাকিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: নাদিরুল আজিজ চপল, ঠাকুরগাঁও বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা: ফিরোজ জামান জুয়েল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: রিয়াজুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল আলম চয়নসহ অনেকে। ঠাকুরগাঁও শহরের এক বাসিন্দা জুলফিকার আলী তার ফেসবুক আইডিতে লিখেছেন শ্রদ্ধা ও ভালবাসা প্রিয় বড় ভাই ডাঃ শাজাহান নেওয়াজ। ঠাকুরগাঁও জনপদের এই সর্ব প্রথম আপনিই শিশু বিশেষজ্ঞ ডাঃ হিসেবে জেলার লক্ষ লক্ষ শিশুদের চিকিৎসা দিয়েছেন। বিনা টাকায় পাশে দাঁড়িয়েছেন গরিব, মেহনতি, অবহেলিত ও স্বল্প আয়ের মানুষের পাশে। দিন-রাত যখন যে গেছে পেয়েছে আপনাকে। এক কথায় ২৪ ঘন্টা। কোন ক্লান্তি, রাগ ছিল না আপনার মধ্যে। দিয়েছেন নিঃস্বার্থ সেবা ও ভালোবাসা। তিনি আরও লিখেছেন আপনার অক্লান্ত পরিশ্রমে ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ড ছিল সারা বাংলাদেশের একটি মডেল শিশু ওয়ার্ড। 

শনিবার (৪ জুন) আপনার কর্ম জীবনের শেষ দিন। ঠাকুরগাঁও বাসির জন্য অত্যন্ত দুঃখের। কিন্তু নিয়মের বাহিরে কিছুই করার নেই। আমরা ঠাকুরগাঁও বাসি আপনার কাছে চিরকৃতজ্ঞ। লক্ষ, কোটি মানুষের দোয়া ও ভালবাসা আছে, থাকবে আপনার প্রতি। মহান আল্লাহ আপনাকে সবসময়ই সুস্থ রাখুক ও নেকহায়াত দান করুক আমিন। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন ডা. শাহাজাহান নেওয়াজ একজন ভালো চিকিৎসক ছিলেন। যে ভাবে রোগীদের সেবা দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তবে তিনি অবসরে গেলেও আমাদের মাঝে আছেন এবং গরিব, মেহনতি, অবহেলিত ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *