বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার আশা করছে সেনাবাহিনী

জয়নাল আবেদীন বলেন, সেনাবাহিনীর সদস্যরা কনটেইনার ডিপোর আশপাশে থাকা খাল, ড্রেনে বাঁধ দিয়েছেন। রাসায়নিক ছড়িয়ে পড়া পানি আর বঙ্গোপসাগরে পড়ার সম্ভাবনা নেই।

এদিকে বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডেনিমের জিএম ও সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত ব্যক্তিদের প্রত্যেককে উপযুক্ত সহায়তা দেওয়া হচ্ছে।’

বিএম কনটেইনার ডিপোর সামনে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িবহর। ডিপোর ভেতরে উদ্ধারকারী দলের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে ঢুকতে দিচ্ছেন না। ডিপোর প্রধান ফটকের সামনে রয়েছে জনতার ভিড়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *