সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাই

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৭৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রবিবার (৫ জুন) দুপুর ১২টার দিকে কলম শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে তদন্ত চলছে। এছাড়া ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে। ভুক্তভোগী এনজিও কর্মীর নাম মো. খাদেমুল। সে সিংড়া কলম এলাকার স্থানীয় কাঁকন নামের একটি এনজিও’র কর্মী। তবে ঘটনার ৭ ঘন্টা পেরিয়ে গেলেও থানায় কোনো অভিযোগ করেননি এনজিও কর্তৃপক্ষ।
জানা যায়, রবিবার দুপুরে এনজিও কর্মী মো. খাদেমুল ৭৯ হাজার টাকা নিয়ে কলম অফিসে আসার পথে কলম শ্মশান এলাকায় তাঁর পথরোধ করে ২টি মোটরসাইকেলে চড়ে চারজন হেলমেড ও মাস্ক পরিহিত ব্যক্তি মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে যায়। পুলিশ খবর পেয়ে ছিনতাইকারীদের আটকে অভিযানে বের হয়।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলেছি। ৭ ঘন্টা পেরিয়ে গেলেও এনজিও কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ করেনি। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। এছাড়া ছিনতাইকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *