দিনাজপুর জেলা প্রতিনিধি:
বিরামপুর বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক আকস্মিকভাবে বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মমতাজ উদ্দিন পাটোয়ারী, জিবি সদস্য প্রধান শিক্ষক এমদাদুল হক, উপজেলা আইসিটি অফিসার, মাদরাসার প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক, আদীব মোহাম্মদ আতাউর রহমান, বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রধান, মাদরাসার শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, এলাকাবাসী ও সুধীম-লী প্রমুখ।