সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে ৫ মাসে ১১ জনের আত্মহত্যা!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিগত ৫ মাসে ১১ জন আত্মহত্যা করেছে। তন্মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। পারিবারিক কলহের জেরে এসব আত্মহণনের প্রনণতা বৃদ্ধি পেয়েছে বলে অনেকেের ধারনা। পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পারিবারিক কলহ, মনোমালিন্যতা কিংবা ছোটখাটো ঝগড়া বিবাদ স্বাভাবিক একটি বিষয়। এই সমস্যা গুলো প্রতিনিয়ত মানসিক সমস্যায় রুপ নিচ্ছে। ফলে বাড়ছে আত্মহত্যার প্রবণতা।

চলতি বছরে শুধুমাত্র দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাতে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১১টি। উপজেলাটিতে গড়ে প্রতি মাসে ২ জন ব্যক্তি নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তন্মধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিষপানে আত্মহণনের ঘটনাই বেশি। বিভিন্ন তথ্য মতে আত্মহত্যা করে মারা যাওয়ার যে সংখ্যা, তার চেয়ে আত্মহত্যা চেষ্টা ঘটনার সংখ্যা কয়েক গুণ বেশি।

ঘোড়াঘাট থানা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারী থেকে চলতি জুন মাস পর্যন্ত এই ছোট্ট উপজেলাটিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১১টি। তারমধ্যে ৬ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী। এসব ঘটনার মধ্যে বিভিন্ন ধরণের বিষপানে আত্মহত্যা করেছে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। বাকি ২ জন পুরুষ এবং ২ জন নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনায় ঘোড়াঘাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ১১টি। সব কয়টি অপমৃত্যুর মামলাতেই মরদেহের ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে। মারা যাওয়া সকলের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এই উপজেলায় আত্মহত্যা রোধে সরকারী সংস্থা বা প্রশাসনের তেমন কোন সচেতনতা মূলক কার্যক্রম নেই। পাশাপাশি বেসরকারী সংস্থা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলোরও কোন কার্যক্রম চোখে পড়ে না। তবে স্থানীয় সুশীল সমাজের লোকদের দাবি গণসচেতনতা ও ধর্মীয় মূল্যবোধ কার্যক্রম বাড়ানো গেলে আত্মহত্যার প্রবণতা অনেকাংশে রোধ করা সম্ভব। তাদের মতে আত্মহত্যার উপকরণের সহজলভ্যতা আত্মহত্যার একটি বড় কারণ।

মনোচিকিৎসা বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার প্রবণতা তরুণ-তরুনীদের মাঝেই বেশি। যারা আত্মহত্যা করেন তাদের ৯৫ ভাগই কোন না কোন মানসিক রোগে ভোগেন। তাদের মাঝে এক ধরণের তীব্র আশাহীনতা তৈরি হয়। এদিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারী থেকে চলতি জুন মাস পর্যন্ত হাসপাতালটিতে আত্মহত্যা চেষ্টার ঘটনার রোগী এসেছে ৩২ জন। এসব রোগীদের সবাই বিভিন্ন কীটনাশক বিষ ও গ্যাসের ট্যাবলেট অথবা মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহণনেন চেষ্টা করেছিল। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৫ জন। তাদের সকলের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ভর্তি হওয়া এসব রোগীদের মধ্যে ৩ জনের শরীরে বিষক্রিয়া মারাত্বক হারে ছড়িয়ে পড়ায় মারা গেছে। বাকিরা চিকিৎসায় বেঁচে গেছে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া এসব রোগীদের পরিবারের লোকজন ভিকটিমের বিষপানের বিষয় বুঝতে পারায় দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এক্ষেত্রে বিষক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে না পড়লে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। তবে উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে ভেন্টিলেটর সুবিধা থাকলে, বিষক্রিয়া রোগীর শরীরে ছড়িয়ে পড়লেও অনেক ক্ষেত্রে তাদেরকে বাঁচানো যেত।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, ঘোড়াঘাট থানায় আত্মহত্যার সবগুলো ঘটনার পেছনেই রয়েছে পারিবারিক নানা ধরণের সমস্যা। স্ত্রীর সাথে স্বামী কিংবা স্বামীর সাথে স্ত্রী মনোমালিন্যতা জনিত সমস্যায় আত্মহত্যার পথ বেছে নেন অধিকাংশ জন। এছাড়াও বাবা-মায়ের সাথে ঝগড়া-বিবাদ অথবা প্রেমের সমস্যা সংশ্লিষ্ট কারণেও অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। আমরা আত্মহত্যা রোধ করতে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ নাগরিকদেরকে সচেতন করে যাচ্ছি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *