সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বৃষ্টির সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। রবিবার(১২ জুন) দুপুর সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নারগুন ইউনিয়নের মৃত যুবকের নাম আল আমিন(২৭)। তিনি কহরপাড়া গ্রামের মৃতু আব্দুল হামিদের ছেলে।

আল আমিন মাছ ধরতে নদীতে যায় । দুপুরের দিকে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে নদী থেকে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদুর আসতে না আসতে বিকট শব্দে বজ্রপাত আল আমিনের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আল আমিনের মা আমাদের জানান,আমার ছেলে নদীতে মাছ ধরতে গিয়েছিল সে সময় প্রচন্ড বাতাস ও মেঘ ডাকছিলো এ সময় হঠাৎ বজ্রপাত তার গায়ে এসে পড়ে তখনই সে মারা যায়। তার মা আরও বলেন আমার ছেলে সবেমাত্র বিয়ে করেছিল, আল আমিনের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। আলামিন পরিবারের একমাত্র সন্তান।

এদিকে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম নিশ্চিত করেন যে, নারগুন ইউনিয়নে আল আমিন নামে একজন যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *