গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ইউনিয়ন পরিষদ ভবনে করা এবং জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ ও বিভিন্ন ফি সরকারী নির্ধারিত টাকায় নেওয়ার দাবীতে সোমবার সোনারায় ইউনিয়নের সচেতন নাগরিকের আয়োজনে ইউনিয়ন ভবন চত্তর রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে সর্বসাধারন।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুরুল ইসলাম, রাজা মন্ডল, আলেক উদ্দিন কালু, পেস্তা মন্ডল, জুলফিকার আলী শ্যামল, মহিদুল ইসলাম, সাবেক মেম্বার শাহাদত হোসেন গামা। অন্যদের মাঝে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মুক্তা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ এলাকার সচেতন কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তাগন তাদের বক্তব্যে বলেন, সোনারায় ইউপির চেয়ারম্যান মজিবর রহমান আলতাব পরিষদের মেম্বারদের সাথে না নিয়ে কারো সাথে কোন পরামর্শ না করে নিজের লোক দিয়ে পরিষদের কার্যক্রম চালাচ্ছে । তার নিজ এলাকায় ভাড়া করা ঘড়ে স্থানান্তর করেছে ইউনিয়ন পরিষদ। বক্তাগন সাধারন জনগনের সুবিধার্থে ইউনিয়নের সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদ ভবনে ফিরে দেওয়ার জন্য উর্ধতন কতৃপক্ষের প্রতি অনুরোধ জানান।