সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের প্রাণহানী

 নওগাঁ প্রতিনিধিঃ
নওগঁর মান্দায় বজ্রপাতে এক বৃদ্ধসহ দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত সবাই তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন ওই গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। আহত তহিদুল ইসলামকে (৭০) সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন জানান, সকালে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজে ব্যস্ত ছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। “কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।” বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। তিনি নিহত দুই কৃষকের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়াও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *