সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ ফসলের বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। বিতরণকালে ইউ.এন.ও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
পরে পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৭০ জনকে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার,পলিথিন,সূতালী ও ১’শ গ্রাম বালাইনাশক বিতরণ করা হয়। পাশাপাশি জমি প্রস্তুত, সেচ,বাঁশ ক্রয় ও শ্রমিক খরচ বাবদ সকল কে ‘বিকাশ’ এর মাধ্যমে নগদ দু’হাজার ৮শ’ টাকা প্রদান করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *