বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৪৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় বজ্রপাতে ১ কৃষক নিহত, আহত ১

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে আউশ ধান রোপনের সময় বজ্রপাতে নুরুল জামান (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় নাজমুল হোসেন (৩০) নামে আরও একজন কৃষক আহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত নুরুল জামান ইউনিয়নের মোল্লা পাড়া সাদীপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও আহত মেহেদী হাসান একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেলে সঙ্গে সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠে আউশ মৌসুমের ধান রোপণের জন্য কাজ করছিলেন। এরইমধ্যে মুহূর্তেই বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নুরুল জামান মারা যান এবং নাজমুল ইসলাম সেই বজ্রপাতের শিখায় আহত হন। তাত্ক্ষণিক ভাবে স্থানীয়রা আহত নাজমুলকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *