সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পুরস্কার পেলেন কৃষিবিদ পবন কুমার

আতাউর রহমান, গাবতলী (বগুড়া):
জাতীয় শিক্ষা সপ্তাহ/২২, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) কৃষিবিদ পবন কুমার সরকার গত ২১জুন/২২ জাতীয় পর্যায়ে পুরস্কারে ভুষিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ মন্ত্রনালয়ের সচিব মোঃ আবু বকর ছিদ্দিক।
উল্লেখ্য, কৃষিবিদ পবন কুমার সরকার দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং)। এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগে শ্রেষ্ঠত্ত্বের ধারা অব্যাহত রেখে ০৬-০৬-২০২২ইং তারিখে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন কাগইল ইউনিয়নের বুজরুক কাগইল গ্রামের মৃত বিনয় কুমার সরকারের প্রথম পুত্র। তিনি ১৯৯৪ সালে কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে, ১৯৯৬ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে প্রথম বিভাগে, ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে পশুপালন অনুষদ থেকে প্রথম বিভাগে এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পশুপুষ্টি বিভাগে প্রথম বিভাগে এম,এস, ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদান করেন। বর্তমানে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত ২টি পাঠ্যপুস্তক যাহা এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক হিসেবে চলমান। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩টি গবেষণা প্রবন্ধ রয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *