সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
বুধবার (২২জুন) বিকেলে ইসলামিক ইয়ুথ সোসাইটি নামের একটি সংগঠনে ব্যানারে উপজেলার সাধুবাড়ী পাকারমাথা নামক স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাওছার আহমেদের সঞ্চালনায় ঘন্টাব্যাপি চলা ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, স্থানীয় মামুরশারশাহী দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক আব্দুল কাদের মজনু, ক্বারী মাওলানা শাহেব আলী, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু মুছা, মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন, আরিফুল ইসলাম, উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, সমাজসেবক মতিউর রহমান, বাচ্চু মিয়া, গোলাপ হোসেন, গোলাম রব্বানী, মাহবুবার রহমান, মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের সহস্রাধিক মুসলমান অংশ নেন।
সভায় বক্তারা ভারতের বিজেপির সাবেক নেত্রী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুসলিম তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। কঠোর কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হবে। বিশ্বের প্রায় সব মুসলিম দেশ এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের নিন্দা প্রস্তাব জানানোর পাশাপাশি ভারতীয় পন্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সেইদিক থেকে নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদের ব্যথিত করেছে। তাই চলতি সংসদ অধিবেশনেই বিশ্বনবীকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার জন্য বক্তারা সরকারের প্রতি আহবান জানান ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *