নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া পশুর হাটে অতিরিক্ত হাসিল নেওয়ায় হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জুলাই) দুপুরে হাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীম উল্লাহ খান।
তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ছাতড়া পশুর হাটে অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত হাসিল আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় হাট ইজাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এসময় আর অতিরিক্ত হাসিল আদায় করবে না বলে অঙ্গীকার করেছে হাট ইজারাদার প্রতিষ্ঠানটি।