নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়েছে। ঈদের পর দিন শুরুতেই বেলা ৯টার দিকে আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনের মাধ্যমে দিনব্যাপি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ পূনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফেরদৌস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব, সাবেক শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক বাবলুসহ অন্যান্যরা।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর কবির রিমু, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, সাবেক জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, কামরুল হাসান বাদল, সালাহ উদ্দীন সবুজ, আশরাফুল আলম আপেল, ফারুক হোসেন, মিলন, শিপনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ৯৫ ব্যাচের সকল শিক্ষার্থী ও তাদের পরিবার উপস্থিত ছিলেন।
সারাদিন নানা আয়োজনের পর এক সাংস্কৃতিক সন্ধ্যায় গানে-গানে মাতিয়ে তোলেন দেশব্যাপি আলোরোন সৃষ্টিকারী শিল্পী সুকুমার বাউল।
এছাড়া গান পরিবেশন করেন চ্যানেল আই খুদে গান রাজ এর শিল্পী প্রান্তসহ স্থানীয় শিল্পীরা।