বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে রাস্তার গাছ কর্তন, বন বিভাগের মামলা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নে অবৈধভাবে গাছ কর্তনের ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বন বিভাগ। প্রথমে উক্ত ইউনিয়নের ইউ.পি সদস্য নয়ন বর্মন বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দাখিল করে। পরবর্তীতে বন বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে বন বিভাগের কর্মকর্তা শফিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার(১৪ জুলাই) সন্তু বর্মনকে প্রধান করে সাত জনের নাম উল্লেখ করে মামলা রজ্জু করা হয়।
আজ (১৬ জুলাই) আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে একটা মামলার কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে ফাঁড়াবাড়ী রাস্তায় বন বিভাগের আকাশমনি গাছ কর্তন করে ট্রাক্টরে তোলার সময় হাতেনাতে ধরে ফেলি, কিন্তু রাতের অন্ধকারে আসামীরা পালিয়ে যেতে সক্ষম হই। বন বিভাগের কর্মকর্তা বলেন, গাছের ১১ টি টুকরোসহ ট্রাক্টরটি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছে। আদালতের নির্দেশে ট্রাক্টরটি ছাড়া হবে। ঠাকুরগাঁও সদর থানার ওসি(তদন্ত) আতিক হাসান বলেন, গত বৃহস্পতিবার বন বিভাগের পক্ষ থেকে মামলা হয়েছে এবং আসামিদের ধরার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান মুঠোফোনে বলেন,গাছ কর্তনের ঘটনায় বন বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি গ্রেফতারের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *