রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ জন নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে নওগাঁ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী তানছের আলী (৭৫), তার ছেলে টগর (৩৪), প্রাইভেটকার চালক সুমন (৩০) ও অপর এক যাত্রী আব্দুর রহমান (৩৫)। গুরুতর আহত সাকিল (২০) নামের আরও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার কালিয়াপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রাইভেটকারটি নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর কালিয়াপুকুর নামক স্থানে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে বিপরতীমুখী দ্রুতগামী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। প্রাইভেটকারের সামনের অংশ কেটে চালক সুমনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আব্দুর রহমান নামের আরও একজন মারা যান।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, দুর্ঘটনার পর পরই পিকআপের চালক পালিয়ে গেছে। পিকআপটি আটক করা হয়েছে।

 

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *