সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে ট্রাক চাপায় নারী নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক নারী গৃহকর্মী নিহত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের চালক সহ চালক সহকারী (হেলপার) কে আটক করেছে পুলিশ।

নিহত সালেহা বেগম (৬৭) উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন সালেহা বেগম।

স্থানীয়দের মাধ্যম দিয়ে পুলিশ জানায়, নিহত বৃদ্ধা মহাসড়ক দিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে পৃষ্ট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাক সহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে, আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *