বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

“বগুড়া শিল্পী পরিবার” এর আত্মপ্রকাশ

সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে “বগুড়া শিল্পী পরিবার” নামে নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ২৬টি পরিবারের ৩২জন শিশু ও কিশোর শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। মা-বাবারা নিজেরাই সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলো- সামিহা ইসলাম দৃস্টি, তাহমিদ হাসান, রুফাইদা জাহান মারিয়া, মাফরুহা বিনতে মামুন মাওয়া, আহমাদ মুসাওবির, জোবায়ের মাহমুদ তালহা, নুসরাত জাহান নিশাত, কে, এম তাহমিদ হাসান, নাদিয়া ইসলাম, তৌহিদুল কবির রাতুল, আল ময়িয মুবাশ্বের, দিন মোহাম্মাদ দিগন্ত, দিল মোহাম্মাদ দীপ্ত, আজমিরা আফরিন ইভা, শেখ মুরাদ পাশা, মালিহা বিনতে মোমেন তাসফিয়া, মার্জিয়া আহমেদ, সামিহা তাবাসসুম, সিদরাতুল মুনতাহা শিফা, সিরাজাম মুনিরা, উবাইদুল্লাহ ফারুকী, আরাফাত ইসলাম সামি, সাবরীন আহমেদ সারা, ফাতেহাতুল জান্নাত তুবা, নাফিউল নূর নিশান, আল মুবিন ইসলাম, আব্দুল্লাহ আল হিশাম, আব্দুস সামি, আব্দুল্লাহ হীল হাসিব, আমিনা মোস্তফা, সৈয়দা তাহিরা তাসনিম ও সৈয়দা লিয়ানা তাসনিম।
এছাড়া অনুষ্ঠানে ইসলামী সংগীতের ওস্তাদ রাকিব আহম্মেদ রিপনকেও সম্মাননা প্রদান করা হয়।
ইসলামী সংগীত এবং কবিতা আবৃত্তির মধ্যদিয়ে প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
এর আগে সাংবাদিক মোস্তফা মোঘল কে আহ্বায়ক এবং সাংস্কৃতিক সংগঠক ইমাম রায়হান কে সদস্য সচিব করে “বগুড়া শিল্পী পরিবার” এর ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি নিম্নরূপ:
আহ্বায়ক- মোস্তফা মোঘল, যুগ্ম-আহ্বায়ক- মোঃ ছানোয়ারুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল মোমিন ও সিরাজুল ইসলাম, সদস্য সচিব- ইমাম রায়হান, সদস্য- আব্দুল হান্নান, সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, ইকবাল হোসেন, শেখ মাহমুদুন্নবী শামীম, মাছুদুর রহমান (মহান), খলিলুর রহমান সরকার, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, শামীম আহম্মেদ, মেহেদী হাসান খন্দকার, রাকিব আহম্মেদ রিপন, নূর নবী, সাইফুল ইসলাম, সাব্বির আহম্মেদ শামীম, উম্মে নফিছা ও রাকিবা আক্তার।
‘বগুড়া শিল্পী পরিবার’ সুস্থধারার সাংস্কৃতিক কর্মীদের মানোন্নয়ন, তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আন্ত:পরিবার সম্পর্ক উন্নয়নে কাজ করবে।
-প্রেস বিজ্ঞপ্তি

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *