সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাউয়েটের “পোর্টফলিও স্টার্ট আপ” হবার গৌরব অর্জন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

রাজশাহীর শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে আয়োজিত স্টার্ট আপ রাজশাহী ইনকিউবেশন ১.০ মিলন মেলায় নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর দুইটি স্টার্ট আপ টিম “পোর্টফলিও স্টার্ট আপ” হবার গৌরব অর্জন করে।

গত ৩০-৩১ জুলাই এবং ১ আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিনদিন ব্যাপী স্টার্ট আপ ফাউন্ডারদের এই মিলন মেলায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দৈনিক প্রথম আলোর মুনির হাসান, পাঠাও এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ফ্লিট বিডি এর সিইও উপস্থিত থেকে পোর্টফলিও স্টার্ট আপদের হাতে সার্টিফিকেট তুলে দেন। বাউয়েট এর দুইটি টিমের মধ্যে একটি বাইট ক্যাপসুল লি: এবং অন্যটি দ্যা হর্সম্যান। বাইট ক্যাপসুল লি: একটি এডুটেক ব্যাইসজড বাংলাদেশি স্টার্ট আপ যা দেশের সাইবার সিকিউরিটি প্ল্যাটফরম এ বিভিন্ন প্রফেশনাল কোর্স, ট্রেনিং প্রোগ্রম এবং সাইবার সিকিউরিটির ফ্রিল্যান্সিং হাব তৈরির মাধ্যমে গত এক বছরে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে সহযোগিতা করে যাচ্ছে। দ্যা হর্সম্যান থ্রিডি মার্কেট প্লেইস নিয়ে কাজ করছে।

দেশ বিদেশের প্রায় আড়াই শতাধিক গ্রাহককে তাদের গহনায় থ্রিডি ডিজাইনের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল দুইটি স্টার্ট আপ টিম “পোর্টফলিও স্টার্ট আপ” হবার গৌরব অর্জন করায় টিমের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *