সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবদেক, বগুড়া:

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শহরের বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩১) তার বড় ভাই মুক্তার হোসেন (৪০), একই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) এবং বগুড়া সদরের ভাটকান্দি এলাকার  নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (১৮)। শুক্রবার (১৫ এপ্রিল) গ্রেফতারকৃতদের নামে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির মামলা দিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন কালিবালা এলাকায় গ্রামের রাস্তায় ১০-১২ জন যুবক সমবেত হয়েছে। পুলিশ সেখানে গিয়ে দেখে ওই যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৪টি হাসুয়া, ৬টি বাঁশের লাঠি, দড়ি স্কচটেপ উদ্ধার করে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিয়া জানান, গ্রেফতারকৃত ৪ জন ছাড়াও আরো ১০-১২ জন যুবক ডাকাতি করার জন্য কালিবালা এলাকায় সমবেত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি ছাড়াও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাকিমের নামে ৫টি, আগুনের নামে ৫টি মুক্তারের নামে ১টি এবং রাকিবুলের নামে ১টি করে মামলা রয়েছে।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *