বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৩৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

 


মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে::

আজ মঙ্গলবার(৯ আগষ্ট) ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

দিবসের শুরুতেই পৌর শহরের গোবিন্দনগর ওরাওপাড়া নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারী ঐক্য উন্নয়ন সংঘ’র সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি সহ সংগঠনটির অন্যান্যরা।
র‍্যালি শেষে তাদের প্রতিষ্ঠানের পাশেই ওরাও পাড়ার নারী পুরুষেরা নাচে ও গানে মেতে উঠে। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
নারীরা রংবেরঙের শাড়ি পড়ে বাদ্যের তালে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন।


তাদের অনুষ্ঠান উপভোগ করতে ছুটে আসেন আশপাশের লোকজন।
আন্তর্জাতিক আদিবাসী দিবসটি স্মরণীয় করতে বিভিন্ন গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে সবাইকে আনন্দ দেয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *