সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে এতিমখানায় আগুন ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর ( দামপাড়া) মরহুমা রোকসানা আক্তার বানু মহিলা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ছাত্রীদের পড়ার টেবিল, চেয়ার, বই, অবকাঠামো ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ ইউসুফ মোল্লা জানান, বৃহস্পদিবার ১১টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।প্রথমে গ্রামবাসির সহায়তায় আগুন নেভানোর চেস্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাৎক্ষনিক ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মহাতামিম হাফেজ মোঃ ইউসুফ মোল্লা আরো জানান, বিদুৎ এর শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ছাত্রীদের পড়ার টেবিল, চেয়ার, বই, অবকাঠামো ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *