সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় একই সড়কে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা!

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় একই দিনে সকালে প্রাইভেট কারে স্বামী-স্ত্রী ও সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত। দুর্ঘটনায় নিহতের স্ত্রী পূজা রানী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ফুফাতো ভাই সত্যম কুমার বলেন, নওগাঁ সদর উপজেলার শিকারপুর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে করে রথীন্দ্রনাথ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পূজা রানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে মটর সাইকেলের আরোহী দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে একই উপজেলার একই সড়কের ফয়েজ উদ্দিন কোল্ডস্টরের পাশে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *