সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নীরবে নিভৃতে সমাজসেবায় “মানবতার হাত”

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে:
ঠাকুরগাঁওয়ের কিছু তরুণ একত্রে মিলিত হয়ে “মানবতার হাত” নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীরা এ সংগঠন গড়ে তুলেন। দেশ,জাতি,সমাজ ও পরিবারের দায়বদ্ধতা থেকে মুক্তির উদ্দেশ্যে এ সংগঠনের সৃষ্টি করেন। একদিকে দেশ বন্যা, খরাসহ যখন প্রাকৃতিক দূর্যোগে জর্জরিত ঠিক তখনই কিছু সংখ্যক ছাত্র টিফিনের টাকা বাঁচিয়ে তহবিল সংগ্রহ করে দুস্থ অসহায় মানুষের মাঝে সাহায্য করে নিজেদের সুখ খুঁজে নিতে ব্যস্ত। এ সংগঠনের সদস্য সংখ্যা ৩০ জন।
সংগঠনটির আহবায়ক মোঃ সামিন ইয়াসার সিয়াম। এবারে বন্যা পরবর্তী সময়ে পুনঃবাসনের জন্য তাদের জমানো টাকা ও হাট-বাজার থেকে সাহায্য তুলে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল উলিপুর সাহেবের আলগা ১৩ নং ইউনিয়নের চর বাহুয়ার বহ্মপূত্র নদের তীরে বন্যা কবলিত ৮০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শিশুদের জন্য খাদ্য বিতরণ করেন। তাদের কর্মপরিধি দিন দিন বৃদ্ধি করছেন। এ সংগঠনের প্রতিটি সদস্য খুবই পরিশ্রমী, তাই তো দুর্গম চরে খাদ্য সামগ্রী মাথায় নিয়ে চষে বেড়িয়েছেন।
সংগঠনের আহবায়ক বলেন, আমাদের এ কার্যক্রমে অনেক মানুষ সাহায্যে হাত বাড়িয়ে দিযেছেন, উনাদের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। তিনি আরও বলেন, আজ (১৩ আগষ্ট) সিলেটের বন্যার্তদের মাঝে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ “তাসরীফ স্কোয়ার”এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। পরীক্ষা পরবর্তী সময়ে আমাদের সংগঠনটি আরও শক্তিশালী হবে। অসহায় মানুষের প্রতি সাহায্যে হাত প্রসারিত হবে।
গঠনের কার্যক্রম সম্পর্কে মথুরাপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন, আমার স্কুল ও অন্যান্য স্কুলের এস এস সি পরীক্ষার্থীরাসহ এ ধরনের সময়োপযোগী সংগঠন সত্যিই প্রসংশার দাবিদার। আমি তাদের উত্তরোত্তর উৎকর্ষ উন্নতি সাধনের জন্য শুভকামনা করছি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *