বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে অতিরিক্ত ধান মজুদ করায় মজুমদার এগ্রো কে ৭ লক্ষ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে মজুমদার এগ্রো লিমিটেড কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত একটানা অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় বাজার পরিদর্শক বগুড়া ও শেরপুরের খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার মজুমদার এগ্রো লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *