ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাত ৮ টার পর দোকান খোলা রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।
মঙ্গলবার রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে ওই দোকান মালিকদের জরিমানা করেন জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাসিব-উল-আহসান।
জানা যায়, সারা দেশে বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুৎ বিষয়ে সমস্যা সমাধানে রাত ৮টার পর দোকান প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে পৌর শহরের বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের দোকানের মালিক মো: ফিরোজকে ২শ টাকা জরিমানা করা হয়। তিনি মুসলিম নগর মহল্লার রফিকুল ইসলামের ছেলে। একই স্থানের অপর দোকান মালিক রবিউল ইসলামকেও ২শ টাকা জরিমানা করা হয়। তিনি হাজীপাড়া মহল্লার আ: রহমানের ছেলে এবং পৌর শহরের সত্যপীর ব্রীজ বাজারের দোকান মালিক আব্দুল আজিজকে ২শ টাকা জরিমানা করা হয়। তিনি গোয়ালপাড়া মহল্লার জয়নাল আবেদিনের ছেলে।
তাদের প্রত্যেককে রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারার বিধান মতে উল্লেখিত অংকে জরিমানা করা হয় এবং এ ধরনের অপরাধ পুনরায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান,জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাসিব-উল-আহসান।