সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা থেকেঃ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার পৌর শহরের অপরাজেয়-৭১ থেকে প্রতিবাদী মিছিল করে চৌরাস্তায় এসে সমাবেশ করা হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। “কুন্ঠে বাহে সগায় তমা, আইসো সগায় একখেনা হও” এই শ্লোগানে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন, জাতীয় আদিবাসী বিষয়ক কোয়ালিশন, ও জয়েনশাহী আদিবাসী সংগঠনের সহযোগিতায় প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দিনা বর্মন, আহবায়ক রিংকু বর্মন, সহ সভাপতি নিশাত রায়, রাজকুমার বর্মন, অনিমেশ বর্মন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা (বিকেআরবিএস) প্রকাশ চন্দ্র বর্মন, সেভ এ স্মাইল ও প্রতিনিধি পাহাড়ী আদিবাসীর সাধারণ সম্পাদক লামপ্রা ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সদস্য চন্ডী জেংচাম, টাঙ্গাইল কোচ আদিবাসী সংগঠনের সদস্য রামপদ কোচ, ঢাকার আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিনের সমন্বয়ক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক পরিমল চন্দ্র বর্মন। বক্তারা সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ২নং ক্রমিকে কোচ ও ১৫নং ক্রমিকে বর্ণিত বর্মন সম্প্রদায়ভুক্ত ঠাকুরগাঁও জেলায় বসবাসরত আদিবাসী বর্মন, রায় ও সিংহ পদবী ধারীদের আদিবাসী তথা ক্ষুদ্রনৃগোষ্ঠী সনদপত্র প্রদানসহ অন্যান্য সকল সাংবাবিধানিক অধিকার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো হলো:- আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি অতি দ্রুত বাস্তবায়ন করা, ঠাকুরগাঁও জেলায় বসবাসরত কোচ-বর্মন সম্প্রদায়ভুক্ত রায়, সিংহ, বর্মন, টাইটেল ব্যবহারকারী যারা নিজেদের আদিবাসী হিসেবে স্বীকার করে তাদের প্রত্যায়ন পত্র প্রদানের ক্ষেত্রে প্রশাসনিকভাবে করা সকল হয়রানি বন্ধ করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা, জাতিসংঘ ঘোষিত ও বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী প্রদত্ত সকল অধিকার অতি দ্রুত প্রদান করা, অনতি বিলম্বে ঠাকুরগাঁও জেলায় আদিবাসীদের ভাষা, সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে অতি জরুরিভাবে একটি সাংস্কৃতিক একাডেমি গঠন করা, আদিবাসী তথা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রত্যয়ন পত্র প্রদানের ক্ষেত্রে প্রশাসনিকভাবে অতি দ্রুত যথাযোগ্য ব্যবস্থা গ্রহন করে সকল ধরনের প্রশাসনিক হয়রানি ও সময় ক্ষেপন বন্ধ করা, জেলার সকল সম্প্রদায়ের আদিবাসীদের প্রতিনিধিকে একত্রিত করে সম্মিলিত আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা, জেলায় বসবাসরত কোচ-বর্মণ সম্প্রদায়ের আদিবাসীদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও সকল সাংবিধানিক অধিকার নিশ্চিত করণে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন করা, আদিবাসীদের জন্য বরাদ্দকৃত সকল বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের জন্য কোচ-বর্মন প্রতিনিধিকে রাখা, আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগ অতি দ্রুততার সাথে গ্রহণ করা, আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতসহ সকল মৌলিক অধিকার বাস্তাবয়ন করা, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকুরীতে পুন:রায় আদিবাসী কোটা পুন:র্বহালে সরকার ও উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, সমতলে বসবাসরত সকল আদিবাসীদের ভূমি সমস্যা দূরীকরনের জন্য অতি দ্রুত পৃথক ভূমি কমিশন বাস্তবায়ন করা, পার্বত্য শান্তি চুক্তি অতি দ্রুত বাস্তবায়ন করা, আদিবাসীদের হয়রানি বন্ধ করা, মধুপুর সহ সিলেটের খাসিয়াপল্লী ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করা ও আদিবাসীদের ভাষা সংরক্ষণে অতি দ্রুত সরকারিভাবে পদপেক্ষপ গ্রহনের দাবি জানান তারা।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *