ঘেড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রথম জানাযার মধ্য দিয়ে পুলিশের চালক কনস্টেবল ওমর ফারুক (৪৩) কে বিদায় জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার কর্মরত তার সহকর্মীরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) বাদ মাগরিব ঘোড়াঘাট থানা কমপ্লেক্সে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় কয়েক শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। তারপর নিহত ফারুকের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি গ্রামে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালীন ডিউটি করাকালে পাথর বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মাথা থেঁতলে যায় চালক কনস্টেবল ওমর ফারুকের (৪৩)। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। শোকের ছায়া নামে তার পরিবার ও সহকর্মীদের মাঝে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।