সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ধুনটে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা!

ধুনট, বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র সৃষ্ট বিরোধের জেরেআরিফুল ইসলাম হিটলু (৩৮) নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ এপ্রিল) রাত ১০ টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিটলু বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার নামে ধুনট থানায় ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানাগেছে, ধুনট থানার সীমান্তবর্তী এলাকা বেড়ের বাড়ি গ্রাম সংলগ্ন শাজাহানপুর থানার আমরুল ইউনিয়নের নাগরকান্দি খালের ব্রীজের কাছে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল হিটলু। জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে হিটলু শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেড়েরবাড়ি গ্রামের মালেক নামের এক যুবককে কুপিয়ে আহত করে। এখবর গ্রামের পৌঁছলে বেড়েরবাড়ি গ্রামের লোকজন জুয়ার আসরে হামলা চালিয়ে হিটলুকে ধরে নিয়ে যায়। এরপর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সন্ধান শুরু করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, হিটলুর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট। একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত হিটলুর নামে ধুনট থানায় মাদক, পুলিশের উপর হামলা, জুয়া খেলাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮টি মামলা রয়েছে। মাস তিনেক আগে হিটলু জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসে। এরপর আবারো শাজাহানপুর থানা এলাকায় জুয়া চালানোসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে।

 

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *